অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

0
অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? এই আলোচনা প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে। বিশেষত একসঙ্গে কাজ করতে গেলে নাকি তাদের মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ারও নাকি এই একই অভিজ্ঞতা রয়েছে!

জোয়া আখতারের ‘দিল ধাড়কনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই নায়িকা। শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর একটি বিষয়ে মতভেদ শুরু হয়। সেই মতভেদ পৌঁছায় কথা কাটাকাটিতে। অভিনেতা দর্শন কুমারকে নিয়ে নাকি দুই নায়িকার মধ্যে তর্ক বেঁধে যায়। এই অভিনেতাকে নিয়ে দুই নায়িকার দুই রকমের মত।

‘দিল ধাড়কনে দো’ ছবিতে অভিনয়ের আগে ‘এনএইচ ১০’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা। অন্য দিকে ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। আনুশকা মতে, দর্শন কুমার খুব উদ্ধত ধরনের। ভিন্ন মত জানান প্রিয়াঙ্কা। তার মতে, দর্শন খুবই মিষ্টি মানুষ। এই নিয়ে দুই নায়িকার মতভেদ।

দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “প্রিয়াঙ্কা ও আনুষ্কার একটি ছবির সেটে দেখা হয়। তারা আমার বিষয়ে কথা বলছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, দর্শন খুব পরিশ্রমী ও দক্ষ অভিনেতা এবং মিষ্টি মানুষ।”

প্রিয়াঙ্কার কথা শুনে আনুশকা নাকি বলেছিলেন, “ওর মতো উদ্ধত মানুষ আমি আর দেখিনি।” দর্শন বলেছেন, “দুই অভিনেত্রীর দুই মত। আসলে আমি ছবিতে চরিত্রের মধ্যে থাকি। ‘এনএইচ ১০’-এ আমার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার খাতিরে আমি আনুশকার সঙ্গে কখনও ভাল আচরণ করিনি। ছবিতে অভিনয় শেষ হওয়ার পরে তার সঙ্গে ভালভাবে কথা বলেছিলাম।”

‘এনএইচ ১০’ ছবিতে খলচরিত্রে ছিলেন দর্শন। চরিত্রের মতোই সেটেও তেমনই আচরণ করতেন। তাই তাকে আনুশকার উদ্ধত মনে হয়েছিল বলে জানান অভিনেতা। বর্তমানে দর্শনকে দেখা যাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে। সূত্র: আনন্দবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here